Posts

Showing posts with the label lyrics

নিজেকে সাহসী মনে হচ্ছে!

 চলে এলে ভন্ডামু করে, গন্ডামু করে, সরকারের আদেশ অমান্য করে  ভালো লাগছে সরকারের প্রয়াসকে অসফল করে রাস্তায় নেমে সকলকে এটা দেখাতে যে তোমার ভয় নেই, তুমি কাওকে মানো না নিজেকে সাহসী মনে হচ্ছে পুলিশকে ফাঁকি দিয়ে রাস্তায়-রাস্তায়, অলিতে-গলিতে,মোড়ে-মোড়ে, চায়ের দোকানে আড্ডা মেরে লোকের জীবন সংকটাপন্ন  করেতুমি খুশি তো? অনবরত কারণ ছাড়া ঢং ঢং করে ঘুরে বেরিয়ে করোনাকে ছড়াতে সাহায্য করতে পেরে! তোমার আত্মা শান্তি অনুভব করছে তো? শত শত মানুষের জীবনকে মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করাতে পেরে, দেশের মানুষকে চার দেওয়ালের মধ্যে বন্দি করতে পেরে, দেশের যতটুকু ছিল তা সব শেষ করতে পেরে, গরিবেরা না খেতে পেয়ে মরছে দেখে, করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেখে, পৃথিবীর সব মানুষকে আতঙ্কিত দেখে। তুমি ভালো করে মন খুলে হাঁসছো তো সবার মনে মৃত্যুর ভয় দেখে, সবাইকে একে অপরকে "কতজন মরেছে আজ কতজন সংক্রমিত?" এটা জিজ্ঞাসা করতে শুনে। সংবাদ মাধ্যমে এটা শুনে যে করোনাকে রোধ করা যাচ্ছে না।  লজ্জা বোধ নেই তোমার অকারণে বাইরে বেড়িয়ে মানুষকে বিপদে ফেলে চায়ের দোকানে রাজনৈতিক নেতাদের সমালোচনা করছো যাদের তুমি সমাল...