নিজেকে সাহসী মনে হচ্ছে!

 চলে এলে ভন্ডামু করে, গন্ডামু করে, সরকারের আদেশ অমান্য করে 

ভালো লাগছে সরকারের প্রয়াসকে অসফল করে রাস্তায় নেমে সকলকে এটা দেখাতে যে তোমার ভয় নেই, তুমি কাওকে মানো না

নিজেকে সাহসী মনে হচ্ছে পুলিশকে ফাঁকি দিয়ে রাস্তায়-রাস্তায়, অলিতে-গলিতে,মোড়ে-মোড়ে, চায়ের দোকানে আড্ডা মেরে লোকের জীবন সংকটাপন্ন 

করেতুমি খুশি তো?

অনবরত কারণ ছাড়া ঢং ঢং করে ঘুরে বেরিয়ে করোনাকে ছড়াতে সাহায্য করতে পেরে!

তোমার আত্মা শান্তি অনুভব করছে তো?

শত শত মানুষের জীবনকে মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করাতে পেরে, দেশের মানুষকে চার দেওয়ালের মধ্যে বন্দি করতে পেরে, দেশের যতটুকু ছিল তা সব শেষ করতে পেরে, গরিবেরা না খেতে পেয়ে মরছে দেখে, করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেখে, পৃথিবীর সব মানুষকে আতঙ্কিত দেখে।

তুমি ভালো করে মন খুলে হাঁসছো তো সবার মনে মৃত্যুর ভয় দেখে, সবাইকে একে অপরকে "কতজন মরেছে আজ কতজন সংক্রমিত?" এটা জিজ্ঞাসা করতে শুনে। সংবাদ মাধ্যমে এটা শুনে যে করোনাকে রোধ করা যাচ্ছে না।

 লজ্জা বোধ নেই তোমার অকারণে বাইরে বেড়িয়ে মানুষকে বিপদে ফেলে চায়ের দোকানে রাজনৈতিক নেতাদের সমালোচনা করছো যাদের তুমি সমালোচনা করছো তারা হ‌ইত করোনাকে রূখতে কোনো পদক্ষেপ না নিলেও চার দেওয়ালের মধ্যে থেকে কাজ করছে আশেপাশের মানুষকে করোনার গ্রাসে নিয়ে আসতে সাহায্য করছে না যেটা তুমি নির্লজ্জের মতো প্রতিনিয়ত করে যাচ্ছো।

নিজের প্রতি ঘেণ্না হয় না তোমার?

নিজেকে পিতা বলে পরিচয় দিতে, ভাই বলে পরিচয় দিতে, কারোর সন্তান বলে পরিচয় দিতে, সভ্য সমাজের একজন সভ্য শিক্ষিত মানুষ বলে পরিচয় দিতে

তুমি দেশদ্রোহীদের মতো আচরণ করছো কেন? আর তুমি বলছ "আমি ভারতীয়"। তোমার বিবেক নেই?তুমি জঙ্গলি জানোয়ারের মতো আচরণ করছ কেন?পৃথিবীর মানুষের সু্রক্ষার জন্য সরকার যেখানে বার বার বলছে অকারণে বাইরে বেরোবেন না, মাস্ক পরে বাইরে যান আর তুমি রঙে মেতেছো সরকারের আদেশ অমান্য করে আশেপাশের মানুষের জীবনকে বাজি রেখে বেরিয়ে পড়ছো। 

তোমার ভালো লাগছে না মানুষকে কাঁদতে দেখে কেউ বাবা মায়ের জন্য কাঁদছে কেউ তার সন্তানের জন্য কেউ বা তার ভাই বোনের জন্য 

তোমার দেখতে ভালো লাগছে তাই না?



Comments

Popular posts from this blog

Sreejith Ravi, a Malayalam actor, was detained for reportedly flashing young girls in public.

The history of mobile phone

Giving service tax is voluntary